সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » আলোকিত সীমান্ত গড়ার লক্ষ্যে পানছড়িতে লোগাং জোন এর সোলার বিতরণ
আলোকিত সীমান্ত গড়ার লক্ষ্যে পানছড়িতে লোগাং জোন এর সোলার বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩বিজিবি লোগাং জোনের উদ্যেগে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে ৩ বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সোলার বিতরণ করেন।
জানাযায়, আলোকিত সীমান্ত বাস্তবায়নের লক্ষ্যে অস্বচ্ছল পরিবারের মাঝে পদক্ষেপ এনজিও‘র সার্বিক সহযোগীতায় ৪২টি সোলার প্যানেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।
এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে জোন কমান্ডার বলেন, দেশ আপনার, আমার, সকলের, তাই সকল প্রকার অপরাধ নির্মূলে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।