বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » পরলোকে তেজদীপ্ত সংঘ মণীষা সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির
পরলোকে তেজদীপ্ত সংঘ মণীষা সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৩মি.) বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি,রাংগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, ধর্মরত্ন অনাথালয়ের প্রতিষ্ঠাতা,মানবতাবাদী, সংঘের স্বাধিকার আন্দোলনের অন্যতম মূর্ত প্রতীক,আবাল্য ব্রক্ষচারী, ইছাখালী অশোকারাম বিহারের অধ্যক্ষ সংঘবন্ধু ভদন্ত অজিতানন্দ মহাস্থিবর মহোদয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ICU ( আইসিইউতে) চিকিৎসা দিন অবস্থায় ৩০/০৮/২০১৮ খৃস্টাব্দ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিঃ পরলোকগমন করেন ।
তিনি বিগত ৩রা জুলাই ২০১৮ খৃষ্টাব্দ থেকে রাজা চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতাল, ব্যাংকক, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করে ২০ আগষ্ট ২০১৮ খৃষ্টাব্দে থাই বিমান যোগে ঢাকা হয়ে চট্রগ্রাম MSX হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্থান্তর করা হয়। তিনি দীর্ঘদিন যাবত যক্ষ্মা সংক্রমণ, শ্বাসযন্ত্রের সমস্যা, অক্সিজেনের অভাব, হৃদরোগ, লিভার ক্যান্সার এবং বিভিন্ন সংক্রমণে ভোগেছিলেন।
মৃত্যু সন্নিকট জেনে দেশ , জাতি ও ভিক্ষুসংঘের সান্নিধ্যে শেষ নি:শ্বাস ত্যাগের জন্য বাংলাদেশে চলে আসেন , এইটা ছিল তার শেষ ইচ্ছা।
অত্যন্ত স্বাধীন দৃঢ়চেতা সমাজ শাসন দরদী মানুষ ছিলেন , সব সময় ভিক্ষুসংঘকে রক্ষা করার চেষ্টা করতেন। তার সাংঘিক প্রশাসনিক ও সাংগঠনিক চিন্তাচেতনা ছিল অসাধারণ । আজীবন সংঘের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। এই রূপ মধ্যহ্ন সূর্যের ন্যায় তেজদীপ্ত সংঘ পুরুষকে আমরা আজ চিরতরে হারিয়েছি। অনিত্য, দুঃখ ও অনাত্মের সাবলীল হৃদয়গ্রাহী নিগূঢ় তত্ত্বে সবাইকে বেদনাহত করে চিরবিদায়ের নিলেন। আজ বিকাল তিনটার সময় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে পূণ্যতীর্থ চান্দগাঁও সর্বজনীন শাক্যমুনি বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হবে, উক্ত অনিত্য সভায় মাননীয় সংঘরাজ, উপ-সংঘরাজ ও পূজনীয় ভিক্ষুসংঘ এবং সত্য সুন্দর নৈর্বাণিক -ধর্মের পূজারীদের প্রতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বিশেষ আহ্বান ভান্তের অন্তিম যাত্রা যাতে সুখময় হয় এ প্রত্যাশাই সকলই উপস্থিত হয়ে পুণ্যদান করেন।