মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
মাটিরাঙ্গায় বিএনপি’র প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ
মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি ৷
২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র পক্ষ থেকে এ দাবী করা হয় ৷
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মো. বাদশা মিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে৷ ৰমতার দাপটে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে ৷
প্রচারণায় বাঁধা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে তিনি বলেন, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ৩নং পৌর ওয়ার্ডের হাতিয়াপাড়া এলাকায় প্রচারণায় গেলে নাছির উদ্দিন ও শওকতসহ ৪০/৫০ জন আওয়ামী লীগ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়৷ এছাড়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৮নং ওয়ার্ডের চক্রপাড়া এলাকায় গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের বাঁধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে ৷ পরে পুলিশের উপস্থিতিতে বিএনপি প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা ৷ হামলায় উপজেলা যুবদলের সদস্য ফজর আলী, জয়নাল সরকার ও ইসমাঈলসহ অপর তিন জন আহত হয় ৷
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘দুটি ঘটনায় সংশিস্নষ্ট রির্টানিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোন পদক্ষেপ নেয়নি৷ সাধারণ ভোটারদেরও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ৷’
সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে এখন থেকে নির্বাচন পরবর্তী তিনদিন পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা।