শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের বিভিন্ন স্থানে দেশকে পরিস্কার করি দিবস পালিত
দেশের বিভিন্ন স্থানে দেশকে পরিস্কার করি দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি) দেশকে পরিস্কার করি দিবস উপলক্ষে আজ শনিবার ‘পরিবর্তন চাই’ গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতেই গাইবান্ধা পৌর মেয়র অ্যাড শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন শহীদ মিনার চত্বরে ঝাড়– হাতে ঝাড়– দিয়ে দিবসটির উদ্বোধন করেন।
সংগঠনের জেলা সমন্বয়কারী পপুলার রহমান বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ছড়াকার সাংবাদিক আবু জাফর সাবু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, মানবাধিকার নাট্য পরিষদ জেলা সভাপতি আলম মিয়া, রামচন্দ্রপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরা আকতার মনি, সাহিত্যিক কবি সোহেল রানা, একেএম মাহাবুব এলাহী মাইম প্রধান, রবিউল ইসলাম রবি, তুনাজ জীনা তাসনিম অন্তী, নাজিম মাহামুদ, আশরাফী সুলতানা ও নাছিম প্রমুখ।
শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রধান অতিথি কর্তৃক সনদপত্র বিতরণ করেন।
বিশ্বনাথে দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন
বিশ্বনাথ প্রতিনিধি :: চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পরিবর্তন চাই নামে একটি সংগঠন ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন করেছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা সদরে বাসিয়া সেতু উপর ও বিশ্বনাথের প্রধান সড়কসহ উপজেলা প্রাঙ্গণ সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে।
পরিবর্তন চাই সংগঠনের সাথে যুক্ত হয় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
পরিবর্তন চাই’ আয়োজিত বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা বিআরডিবি হল রুমের সামন থেকে সংগঠনের সিনিয়র কমান্ডার আবদাল হোসেন ও সংগঠনের কমান্ডার রায়হান আহমদের নেতৃত্বে বিশ্বনাথ সদস্থ সকল পয়েন্টে ময়লা-আবর্জনা ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমান্ডার আর্নিকা হাসান দুলালসহ সকল পর্যায়ের স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ নেতৃবৃন্দ।
ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: ‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে। পরিবর্তণ চাই নামের একটি সংগঠনের আয়োজনে আজ শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পরিবর্তণ চাই সংগঠনের কর্মীরা ৪ টি দলে বিভক্ত হয়ে শহর পরিস্কার অভিযান শুরু করেন।