সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাল্যবিবাহ রুখে দিয়েছে ইউএনও : গ্রেফতার-৬
রাউজানে বাল্যবিবাহ রুখে দিয়েছে ইউএনও : গ্রেফতার-৬
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মি.) রাউজানে সোমবার রাতে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউএনও। বিয়ের সময় একটি ক্লাবে পুলিশ নিয়ে হাজির হন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা। তখন মেয়টি হাতে মেহেদী, গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল, এমন সময় বিয়ে বাড়িতে হানা দেন থানাপুলিশ ও নির্বাহী কর্মকর্তা মুহুর্তের মধ্যে পাল্টে গেলো বিয়ের পরিবেশ। অবেশেষে বন্ধ হলো বাল্য বিয়ে।
আজ ২৪ সেপ্টেম্বর সোমবার রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে রাউজান প্যাভিলিয়ন কমিউনিটি সেন্টারে। সে রাউজান অার্যমিত্রি স্কুলের ছাত্রী, তার বয়স ১৫ বছর ১০ দশ মাস, সে পশ্চিম রাউজান ১নং ওয়ার্ডে মঙ্গলখালী গ্রামের ফরিদ মিয়ার কন্যা।
এসময় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
ইউএনও সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাউজান উপজেলাকে ইতোমধ্যেই বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় যারা বাল্যবিবাহের সাথে জড়িত হবেন তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান।