মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোট হরিণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
ছোট হরিণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
বরকল প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় ছোট হরিনা বাজারে ৫ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা।
আজ ২৫ সেপ্টম্বর-২০১৮ বিকাল সাড়ে পাঁচটার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ছোটহরিণা জোন এর নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি’র টহলদল ছোটহরিণা বাজারে বাবু মল্লিক এর দোকানের উত্তর পার্শ্বে গলির মধ্যে সন্দেহজনক দুইজন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে অবৈধভাবে রাখা মাদকদ্রব্য ইয়াবা (মায়ানমার-R-7) ট্যাবলেট-৫ হাজার পিস আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ১৫ লক্ষ টাকা।
আটককৃত আসামীরা হচ্ছে : সজীব চাকমা (২১), পিতা- রায়মহন চাকমা ও নিহার বিন্দু চাকমা (৩৫), পিতা- মৃত- জানকধন চাকমা, উভয়ের ঠিকানা গ্রাম- পিত্তিছড়া ডাকঘর- ভূষণছড়া, উপজেলা- বরকল, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা বলে ১২ বিজিবি সূত্রে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ও গ্রেফতারকৃত আসামীদের বরকল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ছোটহরিণা জোন সূত্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মাদক চোরাচালানের মূল হোতা মো. আব্দুল মান্নান সওদাগর (৪০), পিতা- মো. সবুর সওদাগর, গ্রাম- চন্দনাইশ, ডাকঘর- পূর্ব জোয়ারা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম পলাতক রয়েছে বলে জোন সূত্রে জানা গেছে।