বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে জুয়ার প্রতিবাদ করায় ঝলসে গেলে যুবকের মুখ
রাজশাহীতে জুয়ার প্রতিবাদ করায় ঝলসে গেলে যুবকের মুখ
রাজশাহী প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯মি.) রাজশাহীতে জুয়া খেলার প্রতিবাদ করায় যুবকের শরীরে গরম পানি ছুড়ে ঝুলসে দিয়েছে জুয়াড়ুরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনায় আহত মোয়াজ্জেম হোসেন লিটনকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মুখমন্ডল ঝলসে গেছে।
আহত লিটন নগরের বোয়ালিয়া থানার সপুরা এলাকার এলাহী বক্সের ছেলে।
লিটন জানায়, নগরের স্টেশন এলাকায় নিয়মিত জুয়ার বোর্ড। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে আমি সহযোগিতা করেছি এমন সন্দেহ করছিল জুয়াড়–রা।
তিনি আরও বলেন, সকালে বাড়ি থেকে সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে ডেকে নিয়ে যায় বাবু নামের এক যুবক। এসময় তাকে রাজু, রিপন, বাবু ও তারেক মিলে মারধর করে। এক পর্যায়ে তারেক চায়ের দোকানের গরম পানি নিয়ে তার মুখে ছুড়ে মারে। এতে তার মুখমন্ডল ঝলসে যায়।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।