শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা প্রতিনিধি:: ২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন চত্বরে বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড. আনিসুল হক এম.পি। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ.ম.স আরেফিন সিদ্দিক। এ অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আইন বিভাগে কর্মরত বিচারপতি জজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ.কে.এম. আফজাল উল মুনীর। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু হানিফ। অনুষ্ঠানে বাংলাদেশ আইন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ শাহজাহান সাজু ২০১৬ সালের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কে.এম আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ আবু হানিফ। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ শফিউল আলম, কাজী আবু মোরতাজ আহমেদ, আবু সৈয়দ দিলজার হোসেন, মোঃ কামরুজ্জামান আনসারী, মোঃ মঈনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আরেফা পারভীন তাপসী, সহ-সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন পিপিএম, অর্থ সম্পাদক জাহিদ আহমেদ (হিরো), সহ-অর্থ সম্পাদক সৌমিত্র সরদার, সাহিত্য শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ শামিম আহমেদ, সহ-সাহিত্য ও শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ রায়হান কবীর, প্রচার ও জনসংযোগ সম্পাদক নোমান হোসাইন তালুকদার, সহ- প্রচার ও জনসংযোগ সম্পাদক জাহিদ হাসান, আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সম্পাদক ফাতেমা রওশন জাহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সিকদার, আপ্যায়ন সম্পাদক মোঃ আরিফুজ্জামান, গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান আজাদ, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান (অভি) সহ-দপ্তর সম্পাদক মোঃ ওমর হায়দার জুয়েল, পরিকল্পনা উন্নয়ন ও কর্মসূচী বিষয়ক সম্পাদক মোঃ শামিউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিনা আকতার, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জহুরুল হক। সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মোঃ কামরুল হোসেইন মোল্লা, ড. মোঃ শাজাহান সাজু, মোল্লা মোঃ আবু কাওসার, এম.এ রব হাওলাদার, এ.কে.এম আফজাল উল মুনীর, মোঃ হাবিব উল্লাহ, দিহিদার মাসুম কবির, এসএম জিয়াউর রহমান, শফিকুল আলম, খান মোহাম্মদ শামীম আজিজ, মোঃ সফিকুল ইসলাম, সোহরাব হোসেন পলাশ, মোহাম্মদ কামাল হোসেন সিকদার, এইচএম সফিকুল ইসলাম আশিক ।