শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে হাইজিং ও স্যানিটেশন নিয়ে কাজ করবে ইউনিসেফ
আলীকদমে হাইজিং ও স্যানিটেশন নিয়ে কাজ করবে ইউনিসেফ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৮মি.) বান্দরবান জেলার একমাত্র আলীকদম উপজেলাতেই হাইজিং ও স্যানিটেশন নিয়ে কাজ করবে ইউনিসেফ। সেই সাথে এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষেও কাজ করবে বলে জানিয়েছে চট্টগ্রাম ফিল্ড অফিসের ওয়াস অফিসার। গতকাল বৃহস্পতিবার আলীকদম উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের ইনসেফশন ওয়ার্কসপে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন পানি সংকট নিরসন, হাইজিং, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে আমাদের এই প্রকল্প ২০২১ সাল পর্যন্ত সরকারের সাথে যৌথভাবে ইউনিসেফ এর আর্থায়নে কাজ করবে। এছাড়াও তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের ইনসেফশন ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রাে, ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৪নং কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে ইউনিসেফ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মুক্ত আলোচনায় বক্তারা আলীকদম উপজেলা পানীয় জলের সংকট ও হাইজিং স্যানিটেশন বিষয়ে জনসাংধারণের অসচেতনতার কথা তুলে ধরে মতামত প্রকাশ করেন। প্রতিউত্তরে ইউনিসেফ কর্মকর্তারা এসব বিষয় নিয়ে কাজ করবে বলে জানান।