সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সেনা বাহিনী গাঁজাসহ একজনকে আটক করেছে
মহালছড়িতে সেনা বাহিনী গাঁজাসহ একজনকে আটক করেছে
মহালছড়ি প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) খাগড়াছড়ির মহালছড়ি জোনের সেনাবাহিনীর চেক পোস্টে গাঁজাসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গতকল ১৪ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮টার দিকে সেনা চেক পোস্ট অতিক্রম করার সময় মো: রানা মিয়া (১৯) নামের একজনকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। আটক রানা মিয়া মহালছড়ি সদর এলাকার পোস্ট অফিস পাড়ার মো. বেলাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা মিয়া দীর্ঘদিন যাবত সে এ ধরণের গাঁজা ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন এলাকায় পাচার করার কথা স্বীকার করে। আটক করার সময় তার হাতে গাঁজা, নগদ টাকা ও দামি মোবাইল সেট পাওয়া যায়।
মহালছড়ি জোনের এর পক্ষ থেকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মহালছড়িতে সকল মাদক ব্যবসায়ীদের ধরা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের ধরতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। রানা মিয়াকে ধরার পর মহালছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাঁজাসহ রানা মিয়া নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে মাদ্রক দ্রব্য আইনে মামলা করে আজ ১৫ অক্টোবর সোমবার সকালে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।