বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঞ্চল্যকর হেলাল হত্যা কান্ড : ১৬৪ ধারায় ৬ আসামীর স্বীকারোক্তি
চাঞ্চল্যকর হেলাল হত্যা কান্ড : ১৬৪ ধারায় ৬ আসামীর স্বীকারোক্তি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) বান্দরবানের আলীকদমে চঞ্চল্যকর হেলাল হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে আটককৃত ৬ আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। ১৮ তারিখ বুধবার এজাহারভূক্ত আসামী আলীকদম বাজার পাড়ার মনোহর কান্তি’র ছেলে দুলাল (৩৫) কোর্টে চালান করা হয়েছে এবং কামপুং ¤্রােকে চট্টগ্রাম পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়েছে। এজাহার নামীয় আরো এক আসামী এখনো পালাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন আলীকদম থানার সেকেন্ড অফিসার (এসআই) আজমীর।
তিনি আরো জানান জিজ্ঞাসাবাদে ঘটনার সংশ্লিষ্টতা না পাওয়ায় মারান ম্রো নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গত সোমবার আলীকদম জোনের সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ হেলালের গলিত লাশ উদ্ধার করে। আসামীদের জবানবন্দীতে হেলাল উদ্দিনকে হত্যা করে লাস গুম সহ তার কাছে স্থিত টাকা কেড়ে নেওয়ার বিষয়ে স্বীকার করেছে আটকৃত ওই ছয় আসামী। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে ৩০২, ২০১, ৩৭৯ ও ৩৪ ধারায় দায়েরকৃত আলীকদম থানার মামলা নং- ৩, তারিখ- ১৫/১০/১৮ ইং মুলে তাদেরকে কোটে পেশ করা হলে তারা চীপ বিজ্ঞ ম্যাজিষ্ট্রের মোঃ হাসান এর আদালতে এই স্বীকারোক্তি প্রদান করেন।
জবানবন্দিতে দেখা যায়, ১৩ অক্টোবর শনিবার হেলাল উদ্দিন এজাহার নামীয় আসামী মাংইন ¤্রাে এর সাথে ইন্দুর মুখ পাড়াতে একটি গরু ক্রয় করতে যায়। কিন্তু গরুর দরদামে বনাবনি না হলে হেলাল উদ্দিন ফেরত চলে আসে। কিছুদুর আসার পর মেনতাম ¤্রাে মাংইন ¤্রােকে বলে ওর কাছে অনেক টাকা আছে ওকে যেতে দেওয়া যাবেনা। চল ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে নিই। ততক্ষনে হেলাল উদ্দিন পাড়া থেকে নিচে চলে এলে অপর এজাহার নামীয় আসামীদের সাথে নিয়ে মেনতাম ¤্রাে হেলালের পিছু নেয়। কিছুদুর আসার পর হেলাল উদ্দিনকে নির্জনে পেয়ে তারা এলো পাথাড়ি কিল ঘুষি মেরে দুর্বল করে ফেলে এবং তার কাছে থাকা ৩২ হাজার টাকা নিয়ে নেয়।
এর পর মেনতাম ম্রো অপর এজাহার নামীয় আসামীদেরকে বলে ওকে ছেড়ে দেওয়া যাবেনা। তাহলে সে আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবে। এই বলে মেনতাম ম্রো হেলাল উদ্দিনের ঘাড়ে কোপ দিয়ে তার গলা কেটে ফেলে। এর পর অন্য সব আসামীদেরকেও কোপানোর নির্দেশ দেয় এবং বলে না কোপালে তোমরা ঘটনা ফাঁস করে দেবে। এক পর্যায়ে হেলাল উদ্দিনের গলা ও ডান পাঁ দেহ থেকে আলাদা করে ফেলে দুর্গম ঝিরিতে তার নিথর দেহটি ফেলে দেয়। পরে তারা কিছুদুর গিয়ে হেলাল উদ্দিনের কাছ থেকে নেওয়া টাকা ভাগাভাগি করে। এবিষয়ে গত ১৫ অক্টোবর নিহতের বড় ভাই মো. ইলিয়াছ এ ঘটনায় ৯ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। অভিযুক্ত ৯ আসামীর মধ্যে গ্রেফতার হয়েছেন- মেনচুক ম্রো (১৮), মাংইন ম্রো (২৬), লোহব ম্রো (৪৫), মেনতা ম্রো (২৪), কংপং ম্রো (৪০), মাংরো ম্রো (২৫), মাংঅং ম্রো (২২) ও দুলাল কান্তি দাশ (৪৫)। এর মধ্যে ১নম্বর আসামী রাংফাং ম্রো এখনো পলাতক রয়েছে।
এদিকে আলীকদমের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ। তিনি বলেন গরু ব্যবসার টাকা লুটের জের ধরে এই হত্যা কান্ডটি ঘটেছে। আমরা খুব কম সময়ের মধ্যে ৯ জনের মধ্যে ৮ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদেরকে এবিষয়ে সেবাবাহিনী সহায়তা করেছে।