বৃহস্পতিবার ● ২৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেট প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মি) গতকাল ২৪ অক্টোবর বুধবার ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে ‘ধম্মকথা’ (বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র) এর উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারে বন্দনা আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
‘ধম্মকথা’ (বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপত্র) এডমিন ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় বন্দনা প্রতিযোগিতার কাজ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরা। প্রতিযোগিতার শুভ সূচনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলির দায়িত্বে ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, গোবিন্দগজ্ঞ আব্দুল হক স্মৃতি কলেজের সহকারি অধ্যাপক বরন কুমার চৌধুরী, সরকারি কর্মকর্তা দেবপ্রিয় চাকমা।
বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, ডাঃ এস. কে. বড়ুয়া, দিলীপ বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া মান্না, সহ সভাপতি প্রকৌশলী সাজু বড়ুয়া, অর্থ সম্পাদক শিমুল মুৎসুদ্দি, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক পলাশ বড়ুয়া প্রবারণা উদযাপন কমিঠির আহবায়ক লিটন বড়ুয়া উপস্থিত ছিলেন সমাতির সহ অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, প্রচার সম্পাদক রাজু বড়ুয়া, সদস্য ত্রিদ্বীপ বড়ুয়া টিংকু জয়ধন বড়ুয়া, সুজন বড়ুয়া ,শিমুল বড়ুয়া, দ্বীপ্তিমান বড়ুয়া ও পিপলু বড়ুয়া প্রমুখ।
প্রত্যেক বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকল প্রতিযোগিকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
শেষে আয়োজক ধম্মকথা( অনলাইন বৌদ্ধ মুখপত্র)র এডমিন প্রতিযোগিতায় আপনার উপস্থিতি ও আপনার সন্তানদের অংশ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা করে আয়োজনকে সফল করার জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিযোগিতা শেষে বিচারক মন্ডলী এবং বক্তাগন প্রতিযোগিদের বলেন, ধর্মীয় শিক্ষা এবং ধর্ম আচরণ মানুষকে উধার মনের মানুষ হিসেবে এবং সৎ ন্যায়ের পথে জীবনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সবাইকে স্ব স্ব ধর্ম পালন এবং ধর্ম আচরণের মাধ্যমে জীবনকে পরিচালিত করার আহবান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি, সিলেট।