শিরোনাম:
●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে ●   রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ ●   রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক ●   রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন ●   রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ●   কাউখালীতে ইসরাঈল বিরোধী বিক্ষোভ ●   গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সন্ত্রাসীর শাস্তিরর দাবিতে স্বারকলিপি প্রদান
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সন্ত্রাসীর শাস্তিরর দাবিতে স্বারকলিপি প্রদান
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সন্ত্রাসীর শাস্তিরর দাবিতে স্বারকলিপি প্রদান

---
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে সন্ত্রাসী, চাঁদাবাজ-খুনি-ছিনতাইকারী দেলোয়ার হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ২৭ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার বৈরাগী বাজার পরিচালনা ও বণিক সমিতি এবং এলাকাবাসীর সম্বনয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়৷ স্বারকলিপিটি গ্রহন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন৷
স্বারকলিপিতে প্রকাশ, দেলোয়ার হোসেন (২৫) পিতা আবদুল রউফ, গ্রাম রহমাননগর, বিশ্বনাথ উপজেলা৷ সে একজন মাস্তান, ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী ও খুনি প্রকৃতির লোক৷ সে স্থানীয় রহমাননগর গ্রামের পশ্চিমে সিংগেকাছ বাজার রোডে বাল্লারপাড় নামক স্থানে একাধিক ছিনতাই ও ডাকাতি সংগঠিত করে৷ এ বিষয়ে তার ওপর বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বিচার ও থানায় মামলা হয়েছে ৷ তার ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করেন না৷ সে সর্বদা অস্ত্র-সস্ত্র নিয়ে চলাফেরা করে৷ গাড়ি ছিনতাইসহ ডাকাতি,নারী নির্যাতন,সন্ত্রাসী ও খুনের অভিযোগ তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে ৷ কয়েকটি মামলায় সে কারাবরণ করেছে ৷ বর্তমানে কিছু মামলায় জামিনে ও কিছু মামলায় পলাতক আছে ৷
এই অবস্থায় অভিযুক্ত হিসাবে একটি গ্রাম্য সালিশ বৈঠকে বাদি ফাহিম আহমদ, আসামি দিলোয়ার হোসেন, সভাপতি আরিজ আলী (অভিযোগ দশ লক্ষ টাকার) বিশিষ্ট মুরব্বীদের সঙ্গে বিচারক হিসেবে উপজেলা পরিচিত শালিস ব্যক্তি শফিকুর রহমান বাবুল উপস্থিত থাকার কারণে আসামি দিলোয়ার তাকে খুনের হুমকি দেয়৷ গত ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বৈরাগী বাজার একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শফিকুর রহমান বাবুল নিজস্ব গাড়িতে উঠার সময় পূর্ব থেকে ওঁত্‍ পেতে থাকা কুখ্যাত দেলোয়ার পিছন থেকে হঠাত্‍ করে তার ওপর রামদা দিয়ে আক্রমন করে৷ এসময় শফিকুর রহমার বাবুলের সঙ্গে থাকা হাবিবুর রহমান জোরে চিত্‍কার দিলে তিনি মাথা কাত করে আত্মরক্ষার চেষ্টা করেন৷ এতে প্রথম আঘাতটি তার মাথায় না লেগে পিঠে আঘাত প্রাপ্ত হন৷ দ্বিতীয় বার আঘাত প্রতিরোধ করার চেষ্টা করলে তার ডান হাতের কুনুইর ওপরে আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন৷ শফিকুর রহমার বাবুলকে হত্যার উদ্দেশ্যে দেলোয়ার রামদা দিয়ে আক্রমন করে৷ পরে আশপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়৷ সন্ত্রাসী দেলোয়ার হোসেনের রামদার আঘাতে শফিকুর রহামন বাবুল মারাত্মক আহত হলে তাকে স্থানীয় চিকিত্‍সকের কাছে নিয়ে যায় হয়৷ পরে তাকে উন্নত চিকিত্‍সার জন্য সিলেট শহরে নিয়ে যায় হয়৷
এই কুখ্যাত সন্ত্রাসী দেলোয়ার হোসেনের হাত থেকে আমরা বৈরাগীবাজার এলাকাবাসী বাঁচতে চাই৷ তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷ অন্যতায় এলাকাবাসি এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে যেতে বাধ্য হবে বলে উল্লেখ রয়েছে ৷
স্বারকলিপিতে আরও উল্লেখ রয়েছে, সন্ত্রাসী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে ৷ যার নং ২৪ (তাং ২৪.১২.২০০৬ইং), বিশ্বনাথ থানায় জিআর, মামলা নং ৩৮/১৩, শাহপরান থানায় মামলা নং ২ (তাং ০১.০১.১৫ইং). একই থানায় মামলা নং ৩ (তাং ০১.০১.১৫ইং)৷
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, বৈরাগী বাজার বনিক সমিতির সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক আবদুশ শহিদ, এলাকার বিশিষ্ট মুরব্বী একে এম হেকিম উদ্দিন, কাওছার আহমদ তুলাই, ফয়জুন নূর, আরব খান, ছাহেদ আলম, আবদুল মন্নান, মদরিছ আলী, জয়নুদ্দিন, চমক আলী, আবদুল করিম,রাজু মিয়া, আবদুস সালাম, মুজিবুর রহমান, আবুল মিয়া, ইমাম উদ্দিন, দিলসাদ, ফাহিম, দোলন, লিকসন, রুহেল, রফিজ, আমিরুল, নুর ইসলাম প্রমুখ৷
এব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি৷
স্বারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন৷





আর্কাইভ