মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে অস্ত্রসহ একাধিক মামলার আসামী জলিল গ্রেফতার
মেহেরপুরে অস্ত্রসহ একাধিক মামলার আসামী জলিল গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.১১মি) মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ আব্দুল জলিল (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার জোড়পুকুরিয়া বাজারের তার নিজ দোকান থেকে গ্রেফকার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি শার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুল জলিল জোড়পুকুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান,আব্দুল জলিল অস্ত্র ও গুলি নিয়ে তার দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান,অস্ত্র ও গুলি সহ গ্রেফতার আব্দুল জলিলের বিরুদ্ধে গাংনী থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি আব্দুল জলিল মাদক মামলায় জামিনে মুক্ত হয়।