বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার ফায়ার সার্ভিস ও ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার ফায়ার সার্ভিস ও ইন্টারনেট কানেক্টিভিটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধায় ৫ টি ফায়ার সার্ভিস ও উচ্চতর ইন্টারনেট কানেক্টিভিটির শুভ উদ্বোধন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়।
আজ ১ লা নভেম্বর প্রধানমন্ত্রী সকাল ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে বিভিন্ন কাজের সমাপ্ত প্রকল্প হিসাবে গাইবান্ধা জেলার ৫ টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার ৩য় পযায় প্রকল্পের অংশ হিসেবে গাইবান্ধাসহ ৩৫ টি জেলার ১ হাজার ১শ টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির শুভ উদ্ভধন করেন।
৫টি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনগুলো হলো : সাঘাটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
পরে ভিডিও কনফারেন্স শেষে একটি র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ রোখছানা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবি,এম সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ শুকুর আলী, সরকারি-বেসরকারী বিভিন্ন কমর্কতা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।