শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান শিক্ষামন্ত্রীর
সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান শিক্ষামন্ত্রীর
সিলেট প্রতিনিধি :: আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ’র আসনে মহাজোটের মনোয়নের গুঞ্জন শোনা যাচ্ছে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সমশের মবির চৌধুরীর।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপর ক্ষুদ্র স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন সময় নিজ এলাকার দলের নেতাকর্মীরাই নাহিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ তৃণমূল বিচ্ছিন্ন বলেও অভিযোগ তাদের। এই নির্বাচনেও সিলেট-৬ আসনে নাহিদের পাশাপাশি নৌকার মনোনয়ন চেয়েছেন দলটির আরও ১১ নেতা।
আর তাই শেষ সময়ে এসে নিজ নির্বাচনী এলাকার স্থানীয় নেতাকর্মী তথা দলের ভেতরের বিভেদ ঘুচাতে উদ্যোগী হয়েছেন সিলেট-৬ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গোলাপগঞ্জ -বিয়ানিবাজার এলাকার আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করতে শনিবার দুপুরে ঝটিকা সফরে সিলেট আসেন তিনি।
এই আসনে নাহিদের বদলে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সমশের মবির চৌধুরীকে মহাজোটের প্রার্থী করা হতে পারে বলে গণমাধ্যমে আলোচনা রয়েছে। এমন আলোচনার মধ্যেই শনিবার দল ঘোচাতে সিলেট আসনে নাহিদ।
দলের এই বিভেদ ঘোচাতে শনিবার দুপুরে বিমান যোগে সিলেট আসেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি । তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ ।
বিকেলেই গোলাপগঞ্জ আওয়ামীলীগ সভাপতি এড ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় আ. লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় বসেন নাহিদ।
এসময় সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্যও আহ্বান জানান তিনি।