সোমবার ● ১৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অসময়ে গাছে দৃষ্টিনন্দন কদম ফুল
রাউজানে অসময়ে গাছে দৃষ্টিনন্দন কদম ফুল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বর্ষা চলে গেছে বহু দিন আগে। এই সময়ে রাউজানের কদম গাছে ফুটছে বর্ষার ফুল কদম! এলাকার লোকজন বলছেন প্রকৃতির লীলা খেলায় এখন বদলে যাচ্ছে বাংলার চিরাচরিত রূপ। উল্টোপালটা হয়ে যাচ্ছে ঋতু বৈচিত্রের আমাদের এই দেশটির প্রকৃতি।
কবি সাহিত্যিক, গবেষক সকলেই বলে থাকেন সুজলা-সুফলা শষ্য শ্যামল ষড়ঋতুর এই দেশে রূপবৈচিত্রের একটি ঋতু বর্ষা। আষাঢ়- শ্রাবণ মাসকে নিয়ে এই বর্ষায় বৃষ্টিধারার সাথে গাছে গাছে দোল খায় হরেক রকম ফুল। হাল্কা ভারি ঝড়ো হাওয়ার সাথে পথে ঘাটে ঝড়ে পড়ে হরেক রকম ফুলের পাপড়ী। ঋতু বৈচিত্রের এই বর্ষার আগমণী বার্তা প্রকাশ পায় গ্রামীণ পথেঘাটে থাকা কদম গাছের ফুলের স্নিগ্ধ ঘ্রাণে। আকাশের মেঘের ভেলার পরশ বুলিয়ে যায় গাছে গাছে ফুটন্ত কদম ফুলে। বর্ষার এই কদম ফুলকে উপমা করে বাংলার অনেক কবি সাহিত্যিক লিখেছেন অনেক কবিতা, কাব্য। বর্ষার সাথে নিবিড় ভাবে সর্ম্পকিত এই বাংলার কদম ফুল যুগিয়েছে লেখকদের সাহিত্য রস। চির চেনা বর্ষার সেই কদম ফুল শীতের এই দিনে ফুটতে দেখে অনেকেই বিষ্মৃত হয়েছেন। বলেছেন বাংলার চিরচেনা প্রাকৃতিক রূপের কাহিনী এখন থেকে অন্য ভাবে লিখতে হবে কবি সাহিত্যিক, গবেষকদের।