মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-২৯৯ আসনে ১০ উপজেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে জরুরী মোবাইল নাম্বার
রাঙামাটি-২৯৯ আসনে ১০ উপজেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে জরুরী মোবাইল নাম্বার
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক অফিস আদেশের মাধ্যে জানানো হয়েছে আগামী ৩০ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নিন্ম বর্ণিত অতিরিক্ত জেলা প্রশাসকগণকে (উপসচিব) তাঁদের নামের পার্শ্বে উল্লিখিত এলাকাসমূহে/অধিক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
কর্মকর্তার নাম, পদবী ও মোবাইল নম্বর অধিক্ষেত্র (সংসদীয় আসন-২৯৯)
মোহাম্মদ নজরুল ইসলাম (উপসচিব),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,মোবাইল নম্বরঃ ০১৫৫৭৬৭৬২০৯ রাঙামাটি সদর, নানিয়ারচর ও কাউখালী উপজেলা, এস এম শফি কামাল (উপসচিব), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), মোবাইল নম্বরঃ ০১৫৫৭৬৭৬২০৭ বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি উপজেলা ও শারমিন আলম (উপসচিব) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোবাইল নম্বরঃ ০১৫৫০০২৮৭০৫, কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা, রাঙামাটি পার্বত্য জেলা।
উপরে বর্ণিত কর্মকর্তাগণ তাঁদের নামের সাথে উল্লিখিত নির্বাচনী এলাকা (সংসদীয় আসন-২৯৯) এর কার্যক্রম মনিটরিং করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা ও রিটার্নিং অফিসারকে নিয়মিত অবহিত করবেন।