শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিনচীবর দানোৎসব
মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিনচীবর দানোৎসব
বান্দরবান প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) বান্দরবানে মহা পিন্ডদানের মধ্যদিয়ে শেষ হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিনচীবর দানোৎসব। শুক্রবার (২৩ নভেম্বর) সকালে এই পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বড়ুয়া সম্প্রদায়ের ভিক্ষুসহ বিপুল সংখ্যক দায়ক-দায়িকারা তিনমাস বর্ষাবাসের পর গত পূর্ণিমা থেকে কঠিনচীবর দানোৎসব শুরু করেন। জেলার ৭টি উপজেলায় পাড়ায় পাড়ায় ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে পিন্ডদানের মধ্যদিয়ে ছিল মাস ব্যাপী এ উৎসের শেষ দিন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে রাজারমাঠ প্রাঙ্গনে প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে নির্মিত বর্ণাঢ্য পিন্ডদান অনুষ্ঠানে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারের তিন শতাধিক ভিক্ষু পদযাত্রা করেন এবং তারা পিন্ডদান অনুষ্ঠান থেকে রকমারী দান গ্রহণ করেন। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং তার সহধর্মীনি মেহ্লা প্রুসহ সর্বস্তরের বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ দান উৎসর্গ করেন।
পিন্ডদানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা মারামা, জলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈপ্রু চৌধুরী এবং স্থানীয় বিভিন্ন বৗদ্ধ বিহারের তিন শতাধিক ভিক্ষ। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে কঠিন চীবর দানোৎসব শেষে পিন্ডদান শেষ করা হয়।