সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ৪০লিটার চোলাই মদসহ ৩ নারী আটক
লামায় ৪০লিটার চোলাই মদসহ ৩ নারী আটক
বান্দরবান প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) বান্দরবানের লামায় ৪০ লিটার চোলাইমদ সহ ৩ নারী পাচারকারীকে আটক করেছে লামা থানা পুলিশ। আজ সোমবার (২৬ নভেম্বর) সকালে লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশন হতে তাদের গ্রেফতার করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লামা থানার এসআই মাসুদ সিকদার তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ৪০ লিটার চোলাই মদ সহ ৩ জন নারী পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হল : নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মংপ্রু মারমা স্ত্রী আওয়াইং মারমা (৩০), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার এলাকার প্রদীপ দাসের স্ত্রী সুমা মারমা (২৭) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুলাসিং মারমা স্ত্রী হ্লাসিং মারমা (২৩)।
পুলিশের এসআই মাসুদ সিকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশনে গ্রেফতারকৃত ৩ নারীর কাছে গচ্ছিত ব্যাগ হতে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ২২ এর (গ) ধারায় মামলা করা হয়েছে। আটককৃতদের বিকেলে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।