বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাবনা-৩ আসনে সাত প্রার্থীর মনোনয়ন দাখিল
পাবনা-৩ আসনে সাত প্রার্থীর মনোনয়ন দাখিল
মো. নূরুল ইসলাম চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৪মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার পাবনা-৩ আসনে সাত জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন, আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মো. মকবুল হোসেন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা ও সাবেক বিমান বাহিনী প্রধান ফখরুল আযম রনি। গণতন্ত্রী পার্টি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো. খায়রুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল মোত্তালিব। সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসানুল ইসলাম রাজা।