সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙা
জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙা
অনলাইন ডেস্ক :: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে।
মসিউর রহমান রাঙা নিজেই বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় তার রদবদলে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তবে কেন, কী কারণে রুহুল আমিন হাওলাদারকে সরানো হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
রাঙাকে দেয়া নতুন দায়িত্বের চিঠিতে বলা হয়েছে- ‘আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।’
রাঙা ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন হতে সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হন। বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র : আরটিভি