বুধবার ● ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২ হাজার ১ শত ৭৫ পিস ইয়াবা সহ আলীকদমে আটক-১
২ হাজার ১ শত ৭৫ পিস ইয়াবা সহ আলীকদমে আটক-১
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ২ হাজার ১ শত ৭৫ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার রাত ৯টায় আলীকদম জোনে জোন ষ্টাফ অফিসার মেজর মো. জামান ও ওয়ারেন্ট অফিসার মো. এহসান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। এসময় উপজেলার বাগান পাড়া এলাকার গোলাম নবীর ছেলে মো. ইদ্রীস (২৬) কে আটক করেন।
সেনা বাহিনী জানায়, আমরা গোয়েন্দাসূত্রে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় আমরা একজনকে আটক করতে পারলেও এসব ঘটনায় জড়িত আরো দুজন পালিয়ে যায়। আসামীদেরকে থানায় সোফর্দ্দ করা হয়েছে।
আলীকদম থানার সেকেন্ড অফিসার জানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। এই মামলায় আসামী হবে তিন জন। অপর দুই জন ইছাকা কারবারী পাড়ার মো. আব্দু শুক্কুর এর ছেলে আলী হোসেন মান্না ও মো. তারেক।