মঙ্গলবার ● ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » গৃহবধুর পেট থেকে বের হলো জ্যান্ত সাপ
গৃহবধুর পেট থেকে বের হলো জ্যান্ত সাপ
মো. নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের এক গৃহবধূর পেট থেকে বের হয়েছে এক জ্যান্ত সাপ! মঙ্গলবার সকালে ঘটেছে এ ঘটনা। অবিশ্বস্য এমন ঘটনা ঘটায় সাপটি এক নজর দেখার জন্য মঙ্গলবার সকাল থেকে অসংখ্য মানুষের ভীড় জমে উক্ত গৃহ বধু আলেয়া খাতুনের বাড়িতে। আলেয়া খাতুন (৫০) দোদারিয়া গ্রামের ইসমাইল প্রাং এর দ্বিতীয় স্ত্রী।
গৃহবধু আলেয়া খাতুন জানান, “গত এক সপ্তাহ যাবত আমার পেট ও শরীরের ভিতরে খুব খারাপ লাগছিল। বিশেষত রাতের বেলা গলা কন্ঠনালী শুকিয়ে যেত। প্রচুর পানি পিপাসা লাগতো। মঙ্গলবার ভোর বেলা গলা প্রচন্ড রকমে শুকিয়ে যায়। এসময় গলার মধ্যে কিছু একটি জিনিসের অস্তিত্ব অনুভব করি। বুকের মধ্যেও অস্বস্তি লাগছিল। ছেলে ও বৌমাকে ডাক দিলে ছেলে তার ঘর থেকে বেড়িয়ে আসতে না আসতেই বমি হতে শুরু হয়। এসময় বমির সাথে মুখের মধ্যে কিছু একটা নড়ছিল। বমি হলে এর মধ্যে জ্যান্ত ছোট সাপ দেখতে পাই আমি ও আমার ছেলে”।
প্রথমে প্রতিবেশিরা জানলেও পরে এক কান দুকান করে একথা এলাকাবাসী জেনে যায়। গ্রামের মানুষ সাপটি প্লাষ্টিকের বয়মে ভরে ফেলে। সাপটি দেখতে বাড়তে থাকে মানুষের ভীর। পরে সাপ ভরে রাখা বয়মটি বাড়ির পাশের ওয়াপদা সড়কে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। আলেয়া খাতুন বর্তমান শারিরীক ভাবে কিছুটা দূর্বল হলেও সুস্থ আছেন। ঘটনাটি টক অব দ্য চাটমোহরে পরিণত হয়েছে।