সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে স’ মিল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাটে স’ মিল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া গ্রাম থেকে আজ সোমবার সকালে স’ মিলের শ্রমিক কাবুল মোল্লার (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কাবুল মোল্লা গ্রামের আব্দুল গফ্ফার মোল্লার পুত্র ।
সরেজমিনে জানা গেছে, কাবুল মোল্লা রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শীবাওয়া গ্রামের জনৈক কবির হোসেনের স’ মিলের শ্রমিক। এক সপ্তাহ আগে সে এ মিলে শ্রমিক হিসেবে যোগদান করেন। এর আগে দৈবজ্ঞহাটী ইউনিয়নের নব্বইরশি এলাকার স’মিলের শ্রমিক ছিলেন। রোববার রাত ৮ টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ি পিছনের ধানের মাঠের স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে ডেকে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে লাশ ডোবায় ফেলে গেছে। কাবুল মোল্লা ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। বড় ছেলে নাইম মোল্লা সেলিমাবাদ ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্র। মেঝ মেয়ে কারিমা একই কলেজের এইচএসসি ছাত্রী এবং ছোট মেয়ে হিরা(৬)। তবে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো. রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।