শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় মারমা ওয়েলফেয়ারের নতুন কমিটি গঠন
রুমায় মারমা ওয়েলফেয়ারের নতুন কমিটি গঠন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের সামাজিক সংগঠন ”মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর নতুন কমিটি গঠনে সংগঠনের উপজেলার থানা পাড়াস্থ নিজস্ব কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আমাদের অধিকার শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রুমা প্রেস ক্লাবের সভাপতি বাবু শৈহ্লাচিং মারমা। সভায় সাময়িক ভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, এবং এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু রুইবেঅং মারমা। আহ্বায়ক কমিটিতে আরো রয়েছেন প্রাক্তন ইউনিয়ন পরিষদ সচিব বাবু উথোয়াইচিং মারমা, বাবু উহ্লামং মারমা, প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য বাবু মংসাচিং মারমা। সভায় সিদ্ধান্ত হয় আহ্বায়ক কমিটির যথাযথ দিক নির্দেশনা এবং পরামর্শ মোতাবেক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জর্জ কোর্টের সহকারী প্রসিকিউটর ও বান্দরবান জেলা পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাসিংথুয়াই মারমা, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উহ্লামং মারমা, হেডম্যান চিংসাঅং মারমা, রুমা সাংগু কলেজের অধ্যক্ষ বাবু শৈপ্রুচিং মারমা, হেডম্যান চিংশৈথুই মারমা, সামাজিক ব্যক্তিত্ব মেমং মারমা, প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা সহ মারমা সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তি বর্গ।
বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন রুইবেঅং মারমা, উবামং মারমা, মংসাচিং মারমা, উথোয়াইচিং মারমা, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, প্রয়াত মংপ্রুঅং মারমা প্রমুখ মারমা সম্প্রদায়ের অত্যন্ত সমাজ সচেতন প্রগতিশীল ব্যক্তিবর্গ।