শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » আলীকদমে উদ্যাপিত হল বই বিতরণ উত্সব
আলীকদমে উদ্যাপিত হল বই বিতরণ উত্সব
আলীকদম, (বান্দরবান) প্রতিনিধি :: সারা দেশের ন্যায় বান্দরবানের আলীকদম উপজেলায়ও ব্যাপক উত্সাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণী উত্সব-২০১৬৷ নতুন বছরের নতুন দিনে নতুন বই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে নতুন প্রাণ চাঞ্চল্য৷ সেই ধারাবাহিকতায় বই বিতরণ হয়েছে উপজেলার আমতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েও৷
গতকাল (১লা জনিুয়ারী) শুক্রবার বিদ্যালয়ের হল রুমে সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির আহমদ প্রধান অতিথি হিসেবে পাঠ্যপুসত্মক বিতরণী উত্সব শুভ উদ্বোধন করেন ও বিশেষ অতিথি ছিলেন আলীকদম সদর ইউপি সদস্য কামপুক ম্রো৷ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিৰক সিমুরাণী পাল ও সহকারী শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রমূখ৷
বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিৰাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে৷ প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষাবর্ষের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণ উত্সবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে৷ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিরা৷ এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণ।
আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১. ৪০ মিঃ