শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে নতুন বছরে নতুন বই, ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
নবীগঞ্জে নতুন বছরে নতুন বই, ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও বাঁধা মানেনি, সকাল থেকে খুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিভিন্ন স্কুল প্রাঙ্গণ৷ উদ্দেশ্য নতুন বই পাওয়া৷ নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও ছিল বেশি৷ খুদে শিক্ষার্থী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকরাও পাঠ্যপুস্তক উত্সবে শামিল হয়েছেন নবীগঞ্জ জে.কে মডেল হাই স্কুল ও নবীগঞ্জ আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে৷
গতকাল শুক্রবার সকাল ১১ টায় সারা দেশের ন্যায় নবীগঞ্জেও বিনা মূল্যে বই বিতরন করা হয়৷ নতুন বছরের প্রথম দিনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বই তুলে দিয়ে এই বই বিতরন উত্সবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক খান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক৷ জে.কে মডেল হাই স্কুলে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম৷ আর্দশ প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান৷ এতে উপস্থিত ছিলেন- সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার ৩ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম, নবনির্বচিত ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন জাকির, নব-নির্বাচিত কাউন্সিলর জাহেদ চৌধুরী, শিক্ষক আব্দুছ সবুর, শিক্ষক অজয় ধর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুপায়ন চক্রবর্তী, করুনাময় দে বাচ্চু, শিক্ষক সলিল দাশ, আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দেওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী প্রদক্ষেপ৷ নতুনের প্রতি সবারই একটা আগ্রহ ও আনন্দ আছে৷ বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীদের হাতে হাতে নতুন বই তুলে দিয়ে বর্তমান সরকার নজির স্থাপন করেছেন৷ তিনি আরো বলেন, এক সময় বইয়ের জন্য অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে পাড়ছিল না৷ কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে হাতে নতুন বই তুলে দিচ্ছেন৷ বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সবাইকে এক যুগে কাজ করতে হবে৷
আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১. ৫০ মিঃ