বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই
চাটমোহরে অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৭ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর-এনায়েতপুর প্রামে এ দূর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন, টিপু সুলতান, আব্দুল কাদের, মো. জয়নাল হোসেন ও তার ছেলে আবদুল মতিন। পরে এলাকাবাসী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জনান ওই এলাকার সবাই।
টিপু সুলতান বলেন, মঙ্গলবার দুপুরে ওই চারটি পরিবারের কয়েকজন সদস্য ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। হটাৎ আমি আমার ঘরে আগুন দেখতে পেয়ে ঘরের বাইরে বেড়িয়ে আসি।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে পরপর ৭ টি বসত ঘরের আসবাবপত্র, ঘরে রক্ষিত চাল, ধান, রসুনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
এদিকে চর-এনায়েতপুর গ্রামে প্রবেশের রাস্তা না থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। পরে এলাকাবাসী ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মো. গোলাম সারোয়ার হোসেন (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ), চাটমোহর থানার এসআই মাহবুব উল্লাহ সরকার ও অন্যান্য পুলিশ সদস্যরা।
এ সময় ইউএনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।