বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » উপজেলা পরিষদ নির্বাচন : বান্দরবানে মাঠে নামছে আ’লীগের ৭ প্রার্থী
উপজেলা পরিষদ নির্বাচন : বান্দরবানে মাঠে নামছে আ’লীগের ৭ প্রার্থী
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় ২য় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে মাঠে নামতে যাচ্ছে সাত জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
গত রবিবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১২২ জনের মধ্যে বান্দরবানের সাত উপজেলার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিলেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের সেই ১২২ জন প্রার্থীর তালিকায় বান্দরবানের সাত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন, বান্দরবান সদর উপজেলার প্রার্থী একেএম জাহাঙ্গীর, লামা উপজেলার প্রার্থী মো: ইসমাইল, আলীকদম উপজেলার প্রার্থী জামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রার্থী অধ্যাপক মো. শফিউল্লাহ, রুমা উপজেলার প্রার্থী উহ্লাচিং মারমা, থানচি উপজেলার প্রার্থী থোয়াইহ্লা মং মারমা, রোয়াংছড়ি উপজেলায় চহাই মং মারমা। বান্দরবানে ২য় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ জেলার এই সাতটি উপজেলা পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম জাহাঙ্গীর জানান, বান্দরবানের সাতটি উপজেলায় আওয়ামীলীগের সাত প্রার্থী যোগ্য ও তাদের জনসাধারনের সাথে সম্পৃক্তত থাকার করনেই প্রিয়নেতা মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তাদের উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। আল্লাহ্র রহমত ও জনগণের ভালোবাসায় নৌকা প্রতিককে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো।