শনিবার ● ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বোরহান হত্যার প্রতিবাদে আলীকদমে মানব বন্ধন
বোরহান হত্যার প্রতিবাদে আলীকদমে মানব বন্ধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলায় তথা পাহাড়ে চলমান মুরুং সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী অপহরণ, খুন ও গুমসহ বিভিন্ন প্রকার নির্যাতন, সর্বপোরী গত বুধবার উপজাতীয় সন্ত্রাসী কতৃক অপহৃত বোরহান উদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আলীকদমে মানববন্ধন করেছে হাজারো জনতা৷ ২ জানুয়ারী শনিবার বিকেল পাঁচ ঘটিকায় উপজেলার পানবাজরে এমানববন্ধন অনুষ্ঠিত হয়৷ ২০ মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে সন্ত্রাসীদের গুলিতে নিহত বোরহান উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন উপস্থিত জনতা৷ এসময় কান্নায় ভেঙ্গে পড়ে আলীকদম উপজেলার সর্বস্তরের জনসাধারণ৷
বোরহান উদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম ও ১নং সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন৷ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলায় তথা পাহাড়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে মুরুং উপজাতীয় সন্ত্রাসীরা বাঙ্গালীদের উপর হত্যা, গুম, ধর্ষন, অপহরণ ও চাঁদা আদায় সহ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে৷ তবুও তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়৷ তাই তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা বেপরোয়া থেকে যাবে এবং এধরণের কার্যকলাপ দিন দিন বাড়তে থাকবে৷
দীর্ঘদিন পাহাড়ে নিষিদ্ধ সদ্য আত্মসমর্পনকৃত মুরুং সন্ত্রাসী গ্রুপ “ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টি” (এমএনডিপি)”র বিচ্ছিন্নতাবাদী কয়েকজন সন্ত্রাসী থেকে বোরহান উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল৷ কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার রাতে ১৩ কিলো এলাকার বোরহান উদ্দিনের খামার বাড়ি থেকে তাকে অপহরণ করে৷ অপহরণকারীদের কাছ থেকে অপহৃত বোরহান উদ্দিকে ছাড়িয়ে নিতে যায় ত্রিপুরা অপর এক সন্ত্রাসী পার্টি “শর্মা গ্রুপ”৷ এসম দু’পক্ষের মধ্যে চরম গোলাগুলির এঘটনা ঘটে৷ এতে এমএনডিপি’র এক সদস্য ও শর্মা গ্রুপের এক সদস্য নিহত হয়৷ পরবর্তীতে আলীকদম-থানচি সড়কের পার্শবর্তী প্রায় ১০০০ ফুট গভিরে কামরাঙ্গা ঝিরি নাম একটি ছড়া থেকে মৃত বোরহান উদ্দিনের মৃত দেহ উদ্ধার করে আলীকদম সেনাবাহিনী জোন ও স্থানীয় পুলিশ ।
আপলোড : ২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩০ মিঃ