মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে চেয়ারম্যান পদে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন
চাটমোহরে চেয়ারম্যান পদে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন। সোমবার জমাদানের শেষ দিন বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
আজ দুপুর ২.৩০ ঘটিকার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো মনোনয়ন পত্র জমা দেন।
বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম।
এছাড়াও জাপা (এরশাদ) মনোনীত এ্যাডভোকেট মো. আব্দুস ছাত্তার মনোনয়ন পত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এরআগে তিনি উপজেলা ও পৌর নির্বাচনে পরাজিত হন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন না পেলেও দল তাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে।
অন্যদিকে সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে বেশ পরিচিত মুখ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম সবার নজর কাড়ছেন। দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত রাখা এবং সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তার ভূমিকা ছিল অতুলনীয়।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী মানিক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলায়মান হোসেন, পৌর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পান্না ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদা রহমান, প্রভাষক ফিরোজা পারভীন, ডিবিগ্রাম ইউপি সদস্যা আফরিনা আক্তার লিলি ও আওয়ামীলীগ নেত্রী দেলোয়ারা হালিম।