রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক
ছোটহরিণায় বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক
বরকল প্রতিনিধি :: অাজ রবিবার ৩ মার্চ রাঙামাটি জেলার বরকল উপজেলায় ছোটহরিণা জোন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এর দিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়হরিণা বিওপি কমান্ডার জেসিও নায়েব সুবেঃ মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমান সেগুন কাঠ আটক করে।
উক্ত টহল দল বড়হরিণা বিওপি এলাকায় কর্ণফুলী নদীতে মালিকবিহীন অবস্থায় মোট ২৮১.১২ ঘনফুট সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য এগার লক্ষ চব্বিশ হাজার চারশত আশি টাকা বলে ১২ বিজিবি’র সূত্র নিশ্চিত করে।