রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে মসুরের বাম্পার ফলন
চাটমোহরে মসুরের বাম্পার ফলন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে রবি ফসল হিসাবে মসুরের বাম্পার ফলন হয়েছে। উপজেলা সদর ছাড়াও প্রায় অর্ধ শতাধিক চরাঞ্চলে প্রান্তিক কৃষকরা মসুরের ব্যাপক চাষ করেছে। ফলে কৃষকের মুখে হাসির পাশাপাশি নতুন করে আশার সঞ্চার হয়েছে। উপজেলার পৌরসভাসহ ১২ টি ইউনিয়ন এবং চরাঞ্চলের আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপক ভাবে মসুর চাষ করেছে। ফলে উপজেলায় মসুর চাষাবাদে সবুজ বিপ্লব ঘটেছে। অত্র উপজেলার মাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় রবি ফসল চাষাবাদের জন্য বেশ উপযোগী। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রবি ফসলের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল দিয়ে অসংখ্য খাল, বিল, নদ-নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদী বিধৌত পলিমাটি জমিকে উর্বর করছে। ফলে অত্র অঞ্চলে রবি শস্যসহ অন্যান্য ফসলের ফলন ভাল হয়। ফসলের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাবার আশায় কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
পৌরসাভার ছোটশালিখা গ্রামের কৃষক আজাহার আলী বলেন, এই ফসল আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভাল ফলন পাওয়া যায়। ইতিপূর্বে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতি পুষিয়ে নিতে মসুর, খেসাড়ি, রসুন, আলু, সরিষা, মরিচ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিল। মৌসুমের শেষ সময়ে মসুরের ফলন ভাল হওয়ায় নতুন করে বাচার স্বপ্ন দেখছে কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমান বলেন, চলতি মৌসুমে চাটমোহর উপজেলার কৃষকরা লোকসান কমাতে ও অধিক লাভের আশায় মসুর চাষের দিকে ঝুঁকে পড়ে। এই ফসল আবাদ করলে দুই মাসের মধ্যে ফসল ঘরে তুলতে পারে কৃষক। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রবি শস্যের ফলন ভাল হয়েছে।