বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » খেলা » চাটমোহরে স্বাধীনতা দিবস ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাটমোহরে স্বাধীনতা দিবস ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে স্বাধীনতা দিবস ভলিবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রেলবাজার নবদিগন্ত সেবা বহুমূখী সমবায় সমিতি লি: এর উদ্যোগে অমৃতকুন্ডা হাটের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মূলগ্রাম পূর্বটিয়ারতলা শেখ কামাল স্মৃতি সংঘ ভলিবল একাদশ ডিবিগ্রাম ভলিবল একাদশকে ৮০-৫০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নবদিগন্ত সমবায় সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল।
এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলবাজার বণিক সমিতির সভাপতি মো. লিখন বিশ^াস, সাবেক বণিক সমিতির সভাপতি মহরম হোসেন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকার, আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখছেদ আলি, আওয়ামীলীগ নেতা সদর উদ্দিন প্রমূখ।
ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন, বিশিষ্ট ক্রীড়ামোদী ব্যক্তিত্ব আবুল হোসেন মহুরী।