বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র্যালী
গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র্যালী
গাইবান্ধা প্রতিনিধি :: জলবায়ুর বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় জলবায়ু পরিষদের আয়োজন ও অর্থায়নে আজ বুধবার সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাইকেল র্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের জেলা সদস্য সচিব অ্যাড. জিএসএম আলমগীর, সদস্য আকরামুল হক রাঙ্গা, সুজন প্রসাদ, তামজিদুর রহমান তুহিন, রণজিৎ বর্মন, মোসাদ্দেকুল ইসলাম আদনান, শাহজাহান আলী, ভলান্টিয়ার আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, হৃদয় মিয়া, ফাইম হোসেন, তিন্নি ইসলাম, সোহাগ বাবু, এশা আকতার ও পূজা মহন্ত প্রমুখ।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে বামজোটের বিক্ষোভ
গাইবান্ধা :: গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে ও গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামজোট জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মাকর্সবাদী) জেলা সদস্য সচিব আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন, মতামত উপেক্ষা করে সরকারের ৬ষ্ঠ বারের মত গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র করছে যা পর্যায়ক্রমে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবে এবং জনজীবনকে বিপর্যস্ত করবে। ফলে গণবিরোধী সরকারের এহেন সিদ্ধান্তের চক্রান্ত বন্ধ করা না হলে দেশব্যাপী বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে অবিলম্বে গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবি জানানো হয়।