মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলী থেকে এএলপি কর্তৃক পিসিজেএসএস সদস্যকে অপহরণের প্রতিবাদ
রাজস্থলী থেকে এএলপি কর্তৃক পিসিজেএসএস সদস্যকে অপহরণের প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :: আজ ২৩ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাজস্থলী থানা কমিটির সভাপতি পুলুখই মারমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ মঙ্গলবার ভোর ৪ টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) রাজস্থলী থানা শাখার সদস্য ও ২নং গাইন্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং গাইন্দা ইউনিয়ন পরিষদের মেম্বার মংক্যসিং মারমাকে পার্বত্য চুক্তি বিরোধী স্বার্থান্বেষী মহলের মদদে আরাকান লিবারেশন পার্টি (এএলপি)-এর সশস্ত্র সন্ত্রাসীরা রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন গাইন্দা ইউনিয়নের তরুগুমুখ বৌদ্ধ বিহার থেকে অপহৃত করা হয়েছে। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কেঙ্গেরাছড়ি গ্রামের মংক্যচিং মারমার নেতৃত্বে এএলপি’র ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী (স্থানীয়ভাবে মগ পার্টি নামে পরিচিত) বৌদ্ধ বিহার থেকে শ্রমণ অবস্থায় অবস্থানকালে মংক্যসিং মারমাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বের করে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দাবি আওয়ামী লীগের ছত্রছায়ায় এএলপি সশস্ত্র সন্ত্রাসীরা নিরীহ মংক্যসিং মারমাকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অক্ষত অবস্থায় মংক্যসিং মারমাকে উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান পিসিজেএসএস-মুল সংগঠনটির পক্ষ থেকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখ্য যে, গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব থেকে স্থানীয় আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতায় কথিত এএলপি সশস্ত্র সদস্যরা রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা ও কাপ্তাই উপজেলায় রাইখালী ইউনিয়নে অবস্থান করে জনসংহতি সমিতির সদস্যসহ সাধারণ গ্রামবাসীদের উপর চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা, সশস্ত্র হামলা চালিয়ে আসছে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হলেও প্রশাসন পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে স্থানীয় জনজীবন এসব সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে।