মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি
পহেলা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি
ষ্টাফ রিপোর্টার :: পহেলা মে-২০১৯ থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই -২০১৯ পর্যন্ত অব্যাহত থাকবে। আজ ২৩ এপ্রিল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ সভায় রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
রাঙামাটি জেলা প্রশাসন এ একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল,উধ্র্বতন বৈজ্ঞনিক কর্মকর্তা আজাহার আলি ও রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।