বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মহালছড়িতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ : ধর্ষক খুইশ্যা আটক
মহালছড়িতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ : ধর্ষক খুইশ্যা আটক
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে ৬ বছরের শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৩ এপ্রিল মো: খোরশেদ ওরফে খুইশ্যা (২২) কে আসামী করে ধর্ষিতার মা মুন্নি বণিক বাদী হয়ে মহালছড়ি থানায় মামলা করেছেন। এ মামলার সূত্র ধরে ধর্ষণের অভিযোগে মো: খোরশেদ ওরফে খুইশ্যাকে রাঙামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক মো: খোরশেদ ওরফে খুইশ্যা মহালছড়ি উপজেলা সদরের নতুন পাড়া এ/পি মাস্টার পাড়া গ্রামের আবদুল কুদ্দুস এর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে পাশ্ববর্তী বাড়ির মো. খোরশেদ ওরফে খুইশ্যা ৬ বছরের শিশু কন্যা চমচমিকে (ছদ্ম নাম) বেড়ানোর কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। সন্ধ্যা ৬ টার দিকে চমচমি কাঁদতে কাদঁতে বাড়িতে ফিরে আসে। তখন চমচমির কাছে কাঁদার কারণ জানতে চাইলে, খোরশেদুল আলম ওরফে খুইশ্যা তাকে (ধর্ষিতাকে) নির্জন জায়গায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেছে বলে জানায় এবং তাকে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনা ঘটানোর পর পর ধর্ষণের মামলায় এজাহার ভুক্ত আসামী মো. খোরশেদ ওরফে খুইশ্যা (২২) পলাতক থাকায় আটক করতে একটু সময় লেগেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাঙামাটি জেলার কাপ্তাই এলাকা থেকে আসামীকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ ( সংশোধিত/০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে খাগড়াছড়ি জেলা হাজতে প্রেরণ করা হয়।
শিক্ষার কোন বিকল্প নেই : লে: কর্ণেল মেহেদী হাসান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়ছড়ির মহালছড়ি জোনের সেনাবাহিনী গুগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন, শিক্ষা সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় গুগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী বিতরন ও আলোচনা সভায় ১নং খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান আম্যে মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষগণ ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।
প্রথমে গুগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন প্রধান অতিথি লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। এরপর আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বড় কথা নয়। সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। নানা ধরণের অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও সেনাবাহিনী পার্বত্যচট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা বিস্তারে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের হাতে তুলে দেন।