বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে নসিমন চালক
ঝিনাইদহে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে নসিমন চালক
ঝিনাইদহ :: ঝিনাইদহে বাস-আলসাধু সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত হয়েছে। আজ বুধবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার কালা লক্ষিপুর গোল্ড ব্রিকস’র সামনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল কালা লক্ষিপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তারিফুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ডেইজি পরিবহন নামে যাত্রীবাহি একটি বাস মাগুরা থেকে ঝিনাইদহে আসছিল। সেসময় বাসটি কালা লক্ষিপুর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের যাত্রীরা হতাহত না হলেও নসিমন চালক মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পরস্ত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় সুদে কারবারী রবিউল আবার ধরা গনপিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী
ঝিনাইদহ ::ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পৌরসভার মুচি পাড়ার সুদে কারবারী রবিউল ইসলামকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার সময় জনতার হাতে ধরা পড়েছে। এ সময় তাকে গনপিটুনি দেওয়া হয়। লম্পট রবিউল হরিণাকুন্ডু শহরের মুচিপাড়ার মৃত. নৈমদ্দিনের ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানায় লম্পট রবিউলের স্ত্রী ও দুই ছেলে থাকার পরও প্রতিবেশি হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। এ অবস্থায় এলাকাবাসি হাতে নাথে ধরে ফেলে গন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিতে উদ্বত হয়। ওই নারীর স্বামী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে লম্পট রবিউল তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে আসছে। ভয়ে আমি কাউকে কিছু বলতে পারি না। তবে ওই নারী জানান আইন সংগত ভাবে রবিউল আমাকে বিবাহ করিয়াছে। বর্তমানে আমি রবিউলের স্ত্রী। ধর্মীয় অনুশাসনের কারনে আমি আগের স্বামীর বাড়িতেই থাকি। এদিকে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রবিউল ও উক্ত নারীকে পুলিশ হিফাজতে নিতে চাইলে স্থানীয় ৭নং ওয়ার্ডের কমিশনার আবু সাইদ রুনুর হস্তক্ষেপে নিতে পারেনি। এর আগে লম্পট রবিউল এক কর্মকারের সুন্দরী স্ত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসি হাতেনাথে ধরে ফেলে। পরে হরিনাকুন্ডু বাজার কমিটির সাধারন সম্পাদক ডা:শরিফুল ইসলামের অফিসে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে বিষয়টি সুরহা হয়। মাস যেতে না যেতেই লম্পট রবিউল আবার ধরা পড়ে জনতার হাতে গনপিটুনি খেল।
বাক-বিতন্ডের জেরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাত
ঝিনাইদহ :: বাক-বিতন্ডের জের ধরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র রাহুল হুড়কে ছুরিকাঘাত করেছে তার সহপাঠি ও বহিরাগতরা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রাহুল বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্র। সে শহরের পাগলা কানাই এলাকার ডা: রতন কুমার হুড়’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র রাতুলের সাথে সহপাঠি ত্বাঈনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ত্বাঈন বহিরাগত নয়ন, খালিদ হাসান ও রাকিব রহমান নামের দুই বখাটেকে ডেকে আনে। বহিরাগত বখাটেরা রাতুলকে মারধর করতে গেলে রাহুল তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নয়ন, খালি ও রাকিব রাহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। বুধবার তিনি গোপন সুত্রে খবর পেয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে এই বিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতা সালাহউদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ছায়েরা খাতুন। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা গোচগাছ করছিল। খবর পেয়ে মুরারীদহ গ্রামে উপস্থিত হয়ে ছায়েরা খাতুনের বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন বলে মুচলেকা আদায় করা হয়।
চায়ের দোকানের আড়ালে কেরাম খেলা
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় টাকার বিনিময়ে কেরাম খেলা হয়। বুধবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। আরাপপুর নেভি অফিসের পাশে অভিযানকালে তিনি দেখেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা সেখানে টাকা দিয়ে কেরাম খেলছে। এ সময় কেরাম বোর্ডের মালিক রবিউল ইসলাম কৌশলে পালিয়ে গেলে আটক করা হয় তার ছেলে মুস্তাককে। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে সেখানে কেরাম খেলা চলে। ৪টি দোকানে অভিযান চালিয়ে কেরাম বোর্ড জব্দ করা হয়েছে। দোকান মালিককে জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। ওই দোকানে মাদক বিক্রি বা সেবন করা হতে পারেও বলে তিনি আশংকা করেন। অভিযানের সময় ঝিনাইদহ সদর থানার এএসআই সুজাত আলী ও ইউএনও অফিসের ওএস জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
মাত্র ৩২ বছরে দুই কিডনি হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পড়েছে মাসুদ
ঝিনাইদহ :: মাত্র ৩২ বছরে দুই কিডনি হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী মোর্শেদ বিন মাসুদ সুইট। ২০১২ সালে কিডনি রোগ ধরা পড়ার পর এই ৭ বছরে ২০ লাখ টাকা ব্যায় করেছেন। চিকিৎসা ব্যায় মেটাতে ভিটেবাড়ি, জমাজাতি ও চাকরীর টাকা ব্যায় করে সুইট ও তার পরিবার এখন নিঃস্ব। অবুঝ দুই সন্তান ইফতেহাজ ও মেয়ে আফরা পিতার এহেন দুরাবস্থা দেখে মাঝে মাঝেই প্রশ্ন করে বলে ওঠে “আব্বা তুমি ভাল হবা কবে”? শিশু দুই সন্তানের কথার জবাব দিতে গিয়ে বাস্পরুদ্ধ হয়ে আসে অসুস্থ পিতার কন্ঠ। কারণ সুইটকে বিত্তবান ও সমাজের দানশীল ব্যক্তিরা আর্থিক সহায়তা না করলে তার বেঁচে থাকার আশা একেবারেই ক্ষীন। মোর্শেদ বিন মাসুদ সুইট ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মীর্জাপুর গ্রামের মৃত আ,ফ মাসুদুর রহমানের ছেলে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী সুইট বর্তমান ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সিদ্দিকীয়া সড়কে বসবাস করেন। স্ত্রী তহমিনা জানান, স্বামীর জীবন রক্ষায় বিষয় আশায় সব কিছু বিক্রি করে এখন আমরা নিঃস্ব ও রিক্ত। প্রতি মাসে ওষুধ ও কিডনি ডায়ালেসিস করতে ব্যায় হচ্ছে ৫০ হাজার টাকা। সুইট এখন ঢাকার ইবনে সিনা ডি ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের চিকিৎসক ডাঃ মোঃ আবদুল মুকীতের অধীনে চিকিৎসা নিচ্ছেন। সুইটের ভগ্নিপতি আব্দুর রউফ জানান, ভারতের শ্রীপুরাম ভেলরের কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ কে ভেংকট রামন দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য ব্যায় হবে আনুমানিক ২৫ লাখ টাকা। কিন্তু পরিবারটির এই চিকিৎসা ব্যায় মেটানোর মতো কোন সাধ্য নেই। এ জন্য আমরা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের দারাস্থ হচ্ছি। সুইটের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা, মোর্শেদ বিন মাসুদ সুইট, ডাচ বাংলা ব্যাংক লিঃ হিসাব নং ১৬৮১০১৭৯০৩১, কুষ্টিয়া শাখা। এছাড়া যে কেও ব্যক্তিগত বিকাশ নং ০১৭১১৩৫৩৫৯২ যোগাযোগ করতে পারেন।
ঝিনাইদহ শিশু একাডেমিতে সাংস্কৃতিক উৎসব
ঝিনাইদহ :: ঝিনাইদহ শিশু একাডেমিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শিশু একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতা, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা দল, কালীগঞ্জ উপজেলা দল, সরকারি বালক বিদ্যালয় দল ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃতি পরিবেশন করেন।
সরকারি সফরে চীন ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ঝিনাইদহ বিসিকের মিনা সেলিম
ঝিনাইদহ :: দেশের শিল্প ব্যবস্থা উন্নত করতে প্রশিক্ষণ গ্রহণের জন্য সরকারি সফরে চীন ও দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মিনা সেলিম। শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে সারাদেশ থেকে ৪ জন এ প্রশিক্ষণে অংশ নিবেন। বুধবার রাতে তিনি দেশ ত্যাগ করবেন। আগামী ২ সপ্তাহ চীন ও দক্ষিন কোরিয়ায় অবস্থান করবেন ৪ সদস্যের এ দল। মিনা সেলিম চ্যানেল আই, দৈনিক যায়যায় দিন পত্রিকা ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র ঝিনাইদহ প্রতিনিধি এ্যাড. শেখ সেলিমের সহধর্মীনি। মিনা সেলিমের এযাত্রা সফলতা কামনা করেছেন ঝিনাইদহের নানা শ্রেনী পেশার মানুষ।