মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশলা
গাইবান্ধায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশলা
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষন কর্মশলায় নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার রোখছানা বেগম, উপজেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার, এসডিজি প্রশিক্ষক সহ সরকারি কর্মচারী, এনজিও প্রতিনিধি, ছাত্র, ব্যবসায়ী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা করা হয়।
গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর পথসভা
গাইবান্ধা :: ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গণতন্ত্র ও মানুষের মত বাঁচার জন্য সংগঠিত হওয়ার দাবিতে মঙ্গলবার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা শাখার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে পথসভাগুলোতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
দেশে আজ দমন,পীড়ন, মামলা-হামলা, রাষ্ট্রীয় হেফাজতে বিচার বহির্ভুত আটক, হত্যা, গুম-ক্রসফায়ার বন্ধ, দুর্নীতি ও লুটপাট চলছে এসব বন্ধের দাবি জানান। এছাড়া গ্যাস-বিদ্যুতের দাম কমানো, টিসিবিকে সক্রিয় করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধসহ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্র ও মানুষের মত বাঁচার দাবিতে সকল স্তরের জনগণকে সংগঠিত হওয়ার আহবান জানান।
বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা :: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফির হত্যারকাণ্ডের বিচার ও দায়িদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টিআইবি ও সনাক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ছাড়াও এনজিও প্রতিনিধি, সুশিল সমাজ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দলাল দাস, মোহাম্মদ আলী, মোঃ জিয়াউল হক কামাল, আফরোজা লুনা, সেলিনা সুলতানা বিথী, শর্মিলী খাতুন, সম্পা রাণী দেব, মোঃ মোরশেদ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফিসহ দেশের যে সকল নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তাদের হত্যাকান্ডে জড়িত দলমত নির্বিশেষে দায়ীদের দ্রততম সময়ের মধ্যে, আইনের কঠোরতম আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করাসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইন প্রয়োগকারী সংস্থার একাংশের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করাও দাবি জানান।