শিরোনাম:
●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার ●   পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার ●   চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক মাহাবুর রহমান গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক মাহাবুর রহমান গ্রেফতার
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক মাহাবুর রহমান গ্রেফতার

---ঝিনাইদহ  প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে। থানা পুলিশ জানায়, ধর্ষক মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধুকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু ৩০ এপ্রিল বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার মামলা নং ২২। কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক মাহবুর কে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর দিকে ধর্ষিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে বে-পরোয়া জবরদখলকারী সিন্ডিকেট
ঝিনাইদহ :: ঝিনাইদহে বে-পরোয়া হয়ে উঠেছে জবর দখলকারীরা। অন্যের জায়গা জোর করে দখল করার জন্য মরিয়া তারা। এই অভিযোগে ভূক্তভোগীরা কয়েকটি মামলা দায়ের করেছেন আদালতে। মামলা নং-ঝিঃ পিঃ নং- ১৯২/২০১৯, ১৭৩/২০১৯ এবং ১৯১/২০১৯। এলাকাবাসী ও মামলার বাদী পক্ষের আইনজীবি দিপু কুমার বিশ্বাস জানান, ঝিনাইদহ থানার ১৮৬ নং রুপদাহ মৌজার, আর এস-১১,১২ নং খতিয়ানের ২২৯৮,২২৯৭ এবং ২৩৯৯ দাগের ২৬ শতক জমির মালিক সদর উপজেলার মান্দারতলা গ্রামের মৃত. আকবর হোসেন মোল্লার পাঁচ ছেলে আমিরুল ইসলাম, মনিরুল, জামিরুল, জাহাঙ্গীর, হুমায়ুন কবির ও একই গ্রামের ইসরাইল হোসেন ২০১৮ সালের ০৯ সেপ্টেম্বর ৮৩৯৫ নং দলিলের মাধ্যমে জনৈক আয়ুব হোসেনের কাছ থেকে ঐ জমি কিনে বাড়ি ঘর নির্মাণ ও গাছপালা লাগিয়ে ভোগ দখল করে আসছেন। শুক্রবার সকালে জমির মালিকরা ঐ জমিতে মাটি ভরাট কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় একই গ্রামের জবর দখলকারী কুদ্দুস মোল্লা, পাতা মোল্লা, জাহিদুল মোল্লা, শহিদুল মোল্লা সহ মোট ৯ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহ জমিতে থাকা গাছ পালা জোর পুর্বক কেটে সাবাড় করে। জমির মালিকরা বাধা দিলে জবর দখলকারীরা খুন জখম করার হুমকি ও ভয় দেখায়। তারা প্রকৃত মালিকদের বেদখল করার চেষ্টা করে। সূত্র আরো জানায়, জবর দখলকারীদের ভয়ে জমির একজন মালিক আমিরুল হার্ট এ্যাটাক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অপর দিকে রুপদাহ গ্রামের বৃদ্ধ চতুর আলীর রুপদাহ মৌজায় ১৯২ নং আর এস খতিয়ান ভূক্ত ১৬১৭ নং দাগের ২৪ শতক জমি রুপদাহ গ্রামের আবু বক্কর, আতিয়ার, আজিবার, জাফর সহ আট জন জবর দখলকারী জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করছে। এব্যাপারে চতুর আলীকেও তারা খুন জখম করার হুমকী দিয়েছে। এসব ঘটনায় ভূক্তভোগীরা ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফোজদারী কার্য বিধির ১৪৪ ও ১০৭ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। আদালত মামলা আমলে নিয়ে বিবাদীদের প্রতি কারন দর্শানোর আদেশ ও নালিশী জমিতে স্থিতিবস্থা ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ এখন জেলহাজতে
ঝিনাইদহ :: প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদ শ্রীঘরে রয়েছেন। দুদকের দূর্নীতির মামলায় এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দু’দকের চার্জশিট হওয়ার পর হাজিরা দিতে গেলে সেখান থেকে সে আটক হয় পরে জেলহাজতে পাঠানো হয়। তিনি ছুটির আবেদনে নকল স্বাক্ষরে ছুটি কাটাচ্ছিলেন। অথচ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একজন দ্বায়ীত্বশীল ব্যাক্তি। উপজেলার সকল প্রাথমিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পাশ হয় তারই স্বাক্ষরে। প্রতিদিন অফিসের গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। বিদ্যালয় ও সাবক্লাস্টার পরিদর্শনসহ নানা নির্দেশনা দিতে হয় তাকে। অথচ অজ্ঞাত কারণে নিয়মের তোয়াক্কা না করে ছুটির আবেদন পত্রে নকল স্বাক্ষর করে তিন সপ্তাহের বেশী বাইরে অবস্থান করছেন। তার অনুপস্থিতির কারণে অফিসের কাজের বোঝা বেড়েই চলেছে। শিক্ষকরা তাদের প্রয়োজনীয় কাজ করতে না পারায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে যা কোন ভাবেই কাম্যনয়। এসমস্য ঘটনা গুলো যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য। দুর্নীতির পৃথক দুই মামলায় ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দু’দক। দুদকের সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী গাজী আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট দুটি দাখিল করেন। শাহবাগ থানায় দায়ের করা অর্থ আত্মসাতের এক মামলায় মুশতাক আহমদসহ ৪ জনকে আসামি করা হয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম মারা যাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলায় অপর আসামিরা হলেন-মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন নগরীপাড়া সরকারি মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে মো: জিল্লুর রহমানের বেতন বাবদ সর্বমোট ৩৬ হাজার ৬০০ টাকা অতিরিক্ত উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ছয় শিক্ষককে প্রধান শিক্ষক স্কেলে বেতন প্রদানের সুপারিশের মামলায় মুশতাক আহমদসহ আটজনকে আসামি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাধ্যতামূলক প্রাথমিকশিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর মোঃ সওকাত হোসেন।

মুশতাক আহমদ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পরথেকেই প্রাথমিক শিক্ষাঙ্গণে অনিয়ম নিয়মে পরিণতি হয়েছে। তার এই অনৈতিক কারণে উপজেলা শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে অবস্থান করার কথা থাকলেও তিনি কর্মস্থলে থাকেন না। অফিসের পুরানো যানবাহন অকশনে বিক্রয় না করে দিনের পর দিন ফেলে রেখে সরকারের আর্থিক ক্ষতি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ডিজিটাল হাজিরার মেশিন ক্রয়ের নাম কের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ১৩৫ টাকা করে গ্রহন করেছে। জোর করে নোটবুক বিক্রয় করেছেন ৩৫/৪০ টাকা করে। বিদ্যালয় থেকে বদলী করতে সৃজন/কর্তন করেছেন ১থেকে দেড় লক্ষ টাকার বিনিময়ে। স্লীপের ৪০,০০০/-হাজার টাকা থেকে ৫,০০০/- টাকা অগ্রিম নিয়েছেন। পিটিআই প্রশিক্ষনে আসা শিক্ষকদের ডেপুটিশন প্রদান করে ৫/৬ হাজার টাকা আদায় করেন বলেও জানা গেছে। নতুন শিক্ষক নিয়োগের সময় প্রতারনা করে মোটা অংকের অর্থ আদায় করেন। আর এই কাজ গুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয় বলে একটি সূত্র জানিয়েছে। এ ব্যাপারে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে গেলে দেখা যায় তার অফিস কক্ষ তালা মারা। তার সরকারি মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আক্তারুজ্জামান জানান, ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমদ বিগত ৭ই এপ্রিল, ৮এপ্রিল থেকে ১৭এপ্রিল পর্যন্ত ৯দিনের নৈমিত্মিক ছুটির আবেদন পত্র আমার কাছে দাখিল করেন। সেই মোতাবেক তাকে ১৭ এপ্রির অফিসে যোগদান করার কথা ছিলো, কিন্তু ১৭ এপ্রিল কর্মস্থলে যোগদান না করে ১৬ই এপ্রিল পূর্ণ ডাক্তারি সনদসহ একটি মেডিকেল ছুটির আবেদন করে। আবেদন পত্রটি যাচাই করে দেখাযায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কোন স্কাক্ষর নেই। পরে বিষয়টি আমি উপ-পরিচালক খুলনা মহদয়কে অবগত করি। তবে তিনি দুদকের কোন মামলায় জেলে আছেন কিনা সে বিষয়ে আমি অবগত নয়। তাকে অফিসিয়াল ভাবে বহিস্কার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি আরো বলেন আমি তাকে বহিস্কার করতে পারিনা। আর এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সে সত্যিই জেল আছে কিনা, সে কারণে আমরা এটা প্রথমে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালকে জানিয়েছি এবং মন্ত্রলয়কে জানাবো। প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেররুন নেছা বলেন, আমরা এখনো পর্যন্ত পুলিশ দপ্তর থেকে বা দুদকের কাছ থেকে আমাদের কাছে কোন কাগজপত্র দেয় নাই, এবং আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমাদের কোন কর্মকর্তা দুদকের কোন দুর্ণীতির মামলায় জেল হাজতে আছে কি না। আমরা লোক মুখে শুনেছি এবং পরে আমাদের ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও)কে আমি বললাম, তখন ডিপিও আমাকে লিখিত ভাবে দিয়েছে যে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সে ছুটির আবেদন দিয়ে চলে গেছে এবং ডিপিও লোক মুখে শুনেছে এরকম ঘটনা। এখন আমরা ডিপিওকে বলেছি প্রমানাদি দলীলসহ আমাদেরকে একটি প্রতিবেদন দিতে। প্রতিবেদন দিলে আমরা পাঠিয়ে দিবো ডিডি অফিস ও মন্ত্রণালয়ে, তখন বিভাগীয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে তাকে সময়িক বরখাস্থ করা হবে। তিনি আরো বলেন, ডিডি অফিসেও মৌখিক ভাবে বিষয়টি জনিয়েছি এবং শিক্ষা মন্ত্রলয়ের সাঙ্গেও কথা হয়েছে। এখন আমরা দেখি ঝিনাইদহ অফিস প্রমানাদি সহ কিছু দিতে পারে কি না। না দিলে আমরা মন্ত্রণালয় বা ডিডি অফিসে একটি প্রতিবেদন পাঠিয়ে দিবো। এখন দুদকের নিয়ম কি আমি তো জানিনা। আমি ঝিনাইদহের ডিপিওকে বলেছিলাম দুদকের সাথে কথা বলতে, সে আমাকে জানিয়েছে দুদকের ডিডি নাকি বলেছে তারা আমাদেরকে কোন তথ্য দিবে না, আমাদের উপরে দিবে। এখন মন্ত্রণালয়ে দিবে কি না জানিনা। তবে ঝিনাইদহ ডিপিও আমাকে মৌখিক ভাবে জানিয়েছে মুশকাত নাকি ঢাকায় হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিল তখন তাকে আটক করেছে। এটা মুখে মুখে, এর কোন প্রমান নাই। কিন্তু আমাদের ওই অফিসারের উচিত ছিলো আমাদেরকে জানানো যে তার কি কন্ডিশন বা তার পরিবারকে জানানো উচিত ছিলো। এখন আমরা পড়েছি বিপাকে, কোথায় যাবো কি করবো। যাইহোক আমি ডিডি অফিসে কথা বলেছি, মন্ত্রণালয়েও কথা বলেছি এবং ডিপিও কে বলেছি তুমি একটু দুদকের সাথে কথা বলো। আমরা কোথাথেকে বিষয়টি জানতে পারবো। এই প্রমান গুলো পেলে আমাদের জন্য একটু ভালো হয় আরকি। তো যায় হোক একটা ব্যবস্থা অবশ্যই করবো।

শৈলকুপায় ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় অনন্ত কুমার মন্ডল (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএলকে বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিকিৎসক উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত গোবিন্দ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে রোগী দেখার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে যান পল্লী চিকিৎসক অনন্ত। পথিমধ্যে বিএলকে বাজারে আসা মাত্রই ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ
ঝিনাইদহ :: শিক্ষার মান উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সেবা সংঘ’র পক্ষ থেকে সদর উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।





আর্কাইভ