শুক্রবার ● ৩ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে ঘুর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সর্বাত্মাক প্রস্তুতি
আত্রাইয়ে ঘুর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সর্বাত্মাক প্রস্তুতি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঘুর্ণিঝড় ‘ফনী’ মোকাবেলায় সর্বাত্মাক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাড়ায় পাড়ায় সতর্কীকরণ মাইকিং করা হয়েছে। শুক্রবার সারা দিন মাইকিং অব্যাহত থাকবে।
দুর্যোগ ঘুর্ণিঝড়‘ফনী’ মোকাবেলায় সব ধরনেরর প্রস্তুতি গ্রহনের লক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির এক জরুরী বৈঠক গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান , আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেস ক্লাব সভাপতি মো. রুহুল আমীনসহ এলাকার স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং, কন্ট্রোল রুম খোলা, মেডিকেল টিম গঠন, ফায়ার সার্ভিস, এ্যান্বুলেন্স, লোকজনকে নিরাপদ আশ্রয়ে আনতে সহেেযাগিতা করাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় সার্বিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।
আত্রাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতবাড়ি ভস্মীভূত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে ৩টি বসতবাড়ি। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাঁশবাড়িয়া পশ্চিম পাড়ার মৃত আব্বাস আলীর ছেলে আব্দুস ছামাদ, আবুবক্কর ও আজিজের বসতবাড়ির আসবাবপত্র, ধান, ভুট্টাসহ সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা জানান, আমরা গরীব মানুষ। বিভিন্ন এনজিও থেকে ঋণ করেছি। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা অসম্ভব।
আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।