শিরোনাম:
●   সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠালো ডিবি ●   জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ●   কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত ●   ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন ●   নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার ●   কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি ●   চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা ●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ
শুক্রবার ● ৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের নব্যতা ফেরাতে ও ফেরি চলাচল সুবির্ধাতে বাহাদুরাবাদ থেকে বালাসীঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকা খনন কাজ শুরু করেছে বিআইডাব্লিউটিএ। কিন্তু খনন প্রকল্প কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রকল্পের নকশা পরিবর্তন করে খনন কাজ করা হচ্ছে ফসলি জমিতে। এতে জমির ভূট্টা, বাদাম ও কাউনসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিবর্তে কাজ করছে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠান। এ কারণে প্রকল্প নিয়ে লুকোচুরির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। অনিয়ম ও দায়সারা গোছের নদ খননে উপকার তো হবেই না, বরঞ্চ ক্ষতির শিকার হচ্ছেন নদী পাড়ের মানুষরা।
এদিকে, নদ খননের নামে অনিয়ম-দুর্নীতিতে কোটি টাকা লুটপাটের কারণে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। অনিয়ম-দুর্নীতি বন্ধে ও সঠিকভাবে প্রকল্পের কাজ সম্পনের দাবিতে বিআইডাব্লিউটি, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। কিন্তু অভিযোগের পরেও প্রকল্প এলাকা তদন্ত বা ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, গাইবান্ধা শহরের পুর্ব পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। নদের মুল অংশ ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত। নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। ফলে এই নদ হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য। পলি জমে নদটি আজ মৃত্যু প্রায়। নব্যতা ফেরাতে এবং ফেরি চলাচলের সুবির্ধাতে নদের খনন কাজের প্রকল্প হাতে নেয় বিআইডাব্লিউটিএ। প্রয় পৌনে চারশত কোটি টাকা ব্যয়ে বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসীঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকায় খনন কাজ দায়িত্ব পায় নারায়নগঞ্জের ডকেয়ার লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বিক্রি করেন দেন অন্য ঠিকাদারের কাছে। গত এক মাস ধরে নদ খনন কাজ শুরু হয়েছে। খনন কাজের শুরু থেকেই এলাকাবাসির অভিযোগ, নকশা পরিবর্তন ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যেনতেনভাবে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়া প্রকল্প এলাকায় টাঙানো হয়নি সাইনবোর্ড। অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি খনন কাজের নকশা অনুযায়ী কোন লাল পতাকা নিশানও।
এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরুর সময় নদ খনন নীতিমালা ও প্রকল্পের বিধিমালা তোয়াক্কা না করে অনিয়মের মাধ্যমে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। অপরিকল্পিতভাবে নদীতে কয়েকটি ছোটবড় ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু ফেলা হচ্ছে নদের তীরেই। নদের পুর্ব অংশে মুল গভীরে খননের কথা থাকলেও তা মানছেনা ঠিকাদারী প্রতিষ্ঠান। অর্থ বাঁচাতে প্রকল্পের নকশা পরিবর্তন করে ফসলি জমিতে করা হচ্ছে খনন কাজ। অথচ যেখানে খনন কাজ চলছে সে জমি মালিকানাধীন। এসব জমিতে বিভিন্ন ফসল করে জীবিকা নির্বাহ করেন চরাঞ্চলসহ নদী পাড়ের মানুষরা। কিন্তু খনন কাজ চলমান থাকায় এসব জমির ভুট্টা, গম, বাদাম ও কাউনসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ‘নদ খননে আমরা কোন সুফল দেখছি না। খনন কাজে মানুষের লাভের চেয়ে জমি এবং জমির ফসল হারিয়ে ক্ষতি হচ্ছে। আর লাভ হচ্ছে খননকাজে জড়িতদের। খনন করা বালু নদীর তীরের ফেলা হচ্ছে, আবার সেই বালু বৃষ্টি ও বর্ষাতে নদেই চলে যাবে। তাই অনিয়ম-দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের টাকা পানিতে অপচয় হবে’।
এদিকে, অনিয়মের বিষয়ে জানতে খোঁজাখুজি করেও প্রকল্প এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান বা বিআইডাব্লিউটিএ’র সংশ্লিষ্ট কাউকে পাওযা যায়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনও কিছু জানেন না বলে অভিযোগ এড়িয়ে যান। তবে বিআইডাব্লিউটি-এর তদারিকতে থাকা নুরুল ইসলাম নামে এক স্টাফ মুঠোফোনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকল্পের নকশা অনুযায়ী খনন কাজ করছেন তারা। মালিকানাধীন কোন জমি দখল করা হয়নি। এছাড়া খনন কাজে কোন অনিয়মও হয়নি বলে দাবি করেন তিনি’। এ বিষয়ে জানতে বিআইডাব্লিইটিএ’র প্রধান কার্যালয় এবং কার্যদেশ পাওয়া নারায়নগঞ্জ ডকেয়ার ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান অফিসের টেলিফোন নাম্বারে একাধিকবার ফোন করেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘প্রকল্পের নকশা ও নিয়ম অনুযায়ী খনন কাজ হওয়ার কথা। কিন্তু কোন অনিয়ম হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। তবে নদীতে মালিকাধীন কারো জমি থাকতে পারেনা বলেও জানান তিনি’।
তবে দ্রুতই অনিয়ম খতিয়ে দেখে নিয়ম ও নকশা অনুযায়ী নদীর খনন কাজ সম্পন্ন হলে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক হবে, এতে ভাঙন রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদনে সহায়ক হবে- এমনটাই দাবি নদী পাড়ের মানুষের।

গোবিন্দগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে আঁখি নামের ১৫মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বহস্পতিবার উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের উত্তর মিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের জাফু মিয়ার কন্যা।
নিহত আঁখির মা ফেন্সি বেগম ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সদ্য হাটতে শেখা শিশু আঁখি বাড়িতে খেলা করছিলো। বাড়ির সবাই ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত থাকার কোন এক ফাঁকে আঁখি হাটতে হাটতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের ডোবা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।





গাইবান্ধা এর আরও খবর

সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন ৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ
মানুষকে যদি দান করো দু’হাত খুলে দান করো : ডঃ এনামুর রহমান মানুষকে যদি দান করো দু’হাত খুলে দান করো : ডঃ এনামুর রহমান

আর্কাইভ