শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন : যাত্রীদের চরম ভোগান্তি
তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন : যাত্রীদের চরম ভোগান্তি
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির হাতে মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ারকে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ও রাউজান উপজেলায় আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে পরিবহন ধর্মঘট। এই পরিবহন ধর্মঘটের ডাক দেন চট্টগ্রাম -রাঙামাটি মোটর যান মালিক সমিতি। তবলীগ কমিটি সন্ত্রাসী র্কমকান্ড বিরোধী নানা দাবিতে মোটর মালিক সমিতির ডাকা শনিবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত চলে পরিবহন র্ধমঘট। সকাল থেকে এর সমর্থনে বিভিন্ন স্থানে টায়ার ও গাছ-পালা রাস্তায় ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকেন। সন্ধ্যার পর অল্প সংখ্যাক যানবাহন চলাচল করতে দেখা যয়া। এছাড়াও সারা রাউজানে প্রতিটি এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরিবহন ধর্মঘটের কারণে রাস্তায় সাধারণ যাত্রীদের পরিবহণ সমস্যায় পড়তে হয়। এতে সাধারণ যাত্রীরা গন্তব্যাতে পেীঁছাতে চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে, চট্টগ্রাম-রাঙামাটি মোটর যান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সৈয়দ হোসেন কোম্পানী বলেন, মুনিরীয়ার সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ার ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হকের উপর হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন ও প্রতিবাদসভাসহ বিক্ষোভ মিছিল করেছি। আমরা প্রশাসনকে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়া হলেও এতে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনাই। তাই আমরা তিন পার্বত্য জেলার ১৩টি সড়কে আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছি। এ ধর্মঘটের পরও যদি প্রশাসন নিরব ভূমিকা রাখে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কর্মসূচি দিতে বাধ্য হবো।