সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১
রাউজান প্রতিনিধি :: রাউজানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৬ মে সোমবার সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের রাউজানে রাঙামাটি-কাপ্তাই মহাসড়কে গহিরা এলাকায় পুলিশ ফাড়ীর কাছাকাছি স্থানে বাস-ট্রাক সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। গহিরা স্থানীয় লোকজন আহত আবস্থায় তাঁদের উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। ট্রাকের সামনে বসা হেলপার মো: বেলাল (৫৫) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। সেই হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মো: আবদুল খালেকের পুত্র বলে জানাগেছে। আহতরা হলেন, হাসান ও আলমগীল। তাদের উভয়ের বাড়ি হাটহাজারি উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও ট্রাক দুটি’ই চট্টগ্রাম শহরের উদ্যাশে গন্তব্যর পথে যাচ্ছিল, এসময় বাসের চালক রাস্তায় বেপরোয়া গাড়ি চালাতে থাকলে এক পর্যায়ে ট্রাকটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কে থাকা একটি গাছের সাথে দ্রুতবেগে ধাক্কা লাগে । এসময় চাপা পড়ে নিহত হয় ট্রাকের ভেতরে থাকা হেলপার বেলাল। এতে প্রভাতি পরিবহনের বাস চট্রমেট্রো-ব ১১-১০৯৩ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ইট বোঝায় ট্রাক চট্টমেট্রো ট-১১-১৩১০। এসময় বাস চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থালে রাউজান ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ করেন ।
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে ঘটনার সতত্য নিশ্চিত করেন।