মঙ্গলবার ● ৭ মে ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত
ঝিনাইদহের মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পরে। তাদের গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়। অপরদিকে বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র উল্লাস নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে, নিহতের স্বজনরা জানায়, ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে জনৈক টিএসআই গাড়ির কাগজ পত্র যাচায় করার উদ্দেশ্যে তাদেরকে দাড়াতে বললে তারা ভয় পেয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে নসিমন গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। তাদের গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।
ঝিনাইদহ ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ
ঝিনাইদহ :: ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের ব্যাপারীপাড়ার একটি গুদামে নামানোর সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব এ অভিযান চালায়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, রমজানে গত বছরের মেয়াদউত্তীর্ণ খেজুর শহরের ব্যাপারীপাড়ায় একটি গুদাম ঘরে বিক্রির জন্য নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় ট্রাকসহ সাড়ে ১০ হাজার কেজি খেজুর জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ এই খেজুর যশোরের একজন ব্যবসায়ী ঝিনাইদহ শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করার জন্য পাঠিয়েছে বলেও জানান তিনি। অভিযানে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।