বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তি ১৪ জানুয়ারী
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তি ১৪ জানুয়ারী
ষ্টাফ রিপোর্টার :: আগামী ১৪ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৪০ বছরে পদার্পণ করছে৷ সংস্থাটির চার দশক পুর্তি উদযাপনের জন্য প্রধান কার্যালয় রাঙামাটিতে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি৷ এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্র৷ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তি উপলক্ষে র্যালী, মাউন্টেন বাইক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও চেয়ারম্যান, সংসদীয় স্থায়ী কমিটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি৷
সভায় সভাপতিত্ব করবেন নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড৷