বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » হোটেল সায়মন বীচ রিসোর্টে ভাংচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার
হোটেল সায়মন বীচ রিসোর্টে ভাংচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি:: থার্টি ফার্স্ট নাইটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মালিকানাধীন শহরের কলাতলি পয়েন্টের হোটেল সায়মন বীচ রিসোর্টে নারী লাঞ্চিত ও হোটেলে ভাংচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো শহরের মধ্যম কলাতলী এলাকার জাফর আলমের ছেলে নুরুন্নবী পুতু, একই এলাকার নুরুল কবিরের ছেলে তাহমিদুল কবির ও মধ্যম বাহারছরা এলাকার আমির হোসেনের ছেলে আবু রায়হান।
এরা ছাত্রলীগের কোন পদে নেই বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়।
বরং গ্রেফতারকৃতরা শিবিরের সাথে সম্পৃক্ত বলে দাবী করেছেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার পুলিশ উপ-পরিদর্শ (এসআই) মো. আব্দুর রহিম জানান, ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
সংঘটিত ঘটনায় হোটেলের ব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) মনির হোসেন বাদী হয়ে ২ জানুয়ারী কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।
এ মামলায় এজাহারনামীয় দুইজনসহ আরো ৩৫ জন অজ্হাতনামা আসামী করা হয়।