শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও হেরোইনসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ ।
আজ শনিবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার সদুপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রিয়া খাতুন (২১) ও সাহেবগঞ্জ গ্রামের ত্বোহার স্ত্রী আঁখি আক্তার (২৫)।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদুপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়া খাতুনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৩পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এবং শুক্রবার রাতে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আঁখি আক্তার আটক করা হয়। এসম তার কাছ থেকে ২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এই ঘটনায় শনিবার তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।